SUCCESS STORY

আমি ৫ বছরে যে কাজগুলি করেছি তা নিম্নে দেওয়া হলঃ-

thumb

- পিচ রাস্তা:-

১। আশু রায় রোড ২। রানী ভবানী রোড ৩। ননী গোপাল সাহা(এক্সটেনসন) ৪। অমূল্য সাহা রোড(সরনী) ৫। দরগা লেন ৬। সর্দার প্যাটেল বাই লেন ৭। রামকৃষ্ণ রোড ৮। বাগানে পাড়া বাই লেন ৯। স্বামীজি রোড ১০। বিনয় বসু রোড(২বার) ১১। ননী গোপাল সাহা রোড ১২। নগেন চৌধুরি রোড ১৩। ৩ নং নিউ রোড ১৪। চিত্তরঞ্জন রোড(ম্যাসটীক) ১৫। আশু রায় রোড(ম্যাসটীক) ১৬। রথতলা রোড(ম্যাসটীক) ১৭। শম্ভুনাথ ভট্টাচার্য্য রোড(ম্যাসটীক) ১৮। ক্ষুদিরাম বসু রোড ১৯। আশু রায় রোড(এক্সটেনসন) ২০। সর্দার প্যাটেল রোড ২১। স্বামীজি রোড(ম্যাসটীক)।

- ঢালাই রাস্তা:-

১। ৩ নং নিউ রোড ২। এস এন ভট্টাচার্য্য বাই লেন (২টি) ৩। ননী গোপাল সাহা বাই লেন (এক্সটেনশন) ৪। সর্দার প্যাটেল বাই লেন ৫। আশু রায় রোড বাই লেন ৬। বগুলা রোড বাই লেন (২টি)৭। শশীভূষণ লেন ৮। শশী ভূষণ বাই লেন (৩ টি) ৯। কৃত্তিশ বাবু লেন ১০। হাটখোলা পাড়া বাই লেন (৭ টি) ১১। এস এন ভট্টাচার্য্য বাই লেন ১২। হাটখোলা পাড়া বিবেকানন্দ লেন ১৩। হাটখোলা পাড়া নর্থ লেন ১৪। হাটখোলা পাড়া এক্সটেনশন ১৫। মন্মথ দত্ত রোড ১৬। শচীন সাহা রোড ১৭। রানী ভবানী বাই লেন ১৮। চিত্তরঞ্জন বাই লেন ১৯। শশীভূষণ বাই লেন। ২০। শচীন সাহা বাই লেন (2 টী), ২১। হাটখোলাপাড়া বেনেপুকুর বাই লেন, ২২। রথতলারোড বাই লেন, ২৩। বৈদ্য পাড়া বাই লেন, ২৪। রামকৃষ্ণ বাই লেন, ২৫। দড়গা বাই লেন।

thumb
thumb

- ড্রেন:-

১। শশীভূষণ লেন ২। রথতলা পালপাড়া রোড ৩। স্বামীজী রোড ৪। হাটখোলা পাড়া বগুলা রোড ৫। হাটখোলা পাড়া মুচিপাড়া (ছোটকুর দোকান) ৬। রিপেয়ারিং ২টি ৭। আশু রায় রোড এক্সটেনশন ৮। হাটখোলা পাড়া ঘাট লেন ৯। হাটখোলা পাড়া বিবেকানন্দ লেন ১০। আশু রায় রোড ১১। শশীভূষণ বাই লেন ১২। চিওরঞ্জন লেন ১৩। আশু রায় রোড এক্সটেনশন ১৪। রাসবিহারী বসু রোড, ১৫। দড়গা লেন, ১৬। শশীভূষণ বাই লেন।

- আবাসন:-

৮৫ টি আবাসন (হাউজিং আরবান পোর এবং হাউজিং ফর অল স্কীমে)।

thumb
thumb

- সাঁকো:-

১। শশীভূষণ ও রামকৃষ্ণ লেন ২। শশীভূষণ লেন (২টি) ৩। কৃত্তিশ বাবু লেন ৪। রথতলা মুচিপাড়া (কেষ্টর বাড়ির সন্নিকটে) ৫। এস এন ভট্টাচার্য্য রোড ৬। আশু রায় রোড এক্সটেনশন(২টি)

- পার্ক:-

১। ৩নং নিউ রোড ২। কেরানী পাড়া

thumb
thumb

- বৈদ্যুতিন আলো:-

প্রায় সকল পোলে এল ই ডি ভ্যাপার লাগানো হয়েছে।

- জলের পাইপ লাইন:-

১। রথতলা মুচিপাড়া ২। ৩ নং নিউ রোড ৩। সর্দার প্যাটেল রোড ৪। শশীভূষণ লেন ৫। বৈদ্যপাড়া ৬। আশুরাম রোড এক্সটেইন ৭। বিনয় বসু লেন ৮। বাগানে পাড়া লেন ৯। রানী ভবানী রোড

thumb
thumb

- ডাস্টবিন ৮ টি:-

লোকনাথ মিশনে লাইভলিহুড সেন্টার।

যে কাজগুলি আগামী দিনে হবে তা নিম্নে দেওয়া হল:-

১.কমিউনিটি হল ২. আফোর্ডেবল হাউসিং প্রজেক্ট (ফ্ল্যাট) ৩. ওয়ার্ড কমিটির ঘর।
মানুষের সাথে মানুষের পাশে- মুখ্যমন্ত্রীর অঙ্গীকার
সমব্যাথী ,রূপশ্রী, এন এফ বি এস, মানবিক নিজেস্ব উদ্যোগে প্রচুর করা হয়েছে।

যে কাজগুলি আগামী দিনে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে:-

১। পুকুর পাড়ের সৌন্দর্য্যায়নের জন্য আবেদন।
ক। শিববাড়ি পুকুর
খ। বেনেপুকুর(চিঠির প্রত্যায়িত নকল দেওয়া হয়েছে)।
২। ড্রেন নির্মানের জন্য আবেদন ভেনাস বারোয়ারী থেকে রথতলা লোকনাথ মন্দির পর্যন্ত(চিঠির প্রত্যায়িত নকল দেওয়া হয়েছে)।
৩। ক্লাব ইউনিকের মাঠে পার্ক নির্মানের জন্য অবেদন।
৪। হাটখোলা পাড়া বারোয়ারীতে একটি লাইভলিহুড সেন্টার।

ধন্যবাদান্তে,
রীতা দাস,
কাউন্সিলার ,কৃষ্ণনগর,পৌরসভা,কৃষ্ণনগর,নদীয়া।

Rupashree:-

1. RUPASHREE PROJECT STARTED ON 1ST APRIL, 2018 BY THE WEST BENGAL GOVERNMENT AND 13 BENEFICIARIES OF OUR WARD HAD BEEN ENTITLED WITH RUPASHREE TILL NOW AND THEY HAD GOT Rs.25000/-(TWENTY FIVE THOUSAND )EACH FOR THEIR MARRIAGE.

Samabyathi:-

2. SAMABYATHI PROJECT STARTED ON 24TH NOVEMBER, 2016 BY THE WEST BENGAL GOVERNMENT AND 38 (THIRTY EIGHT)FAMILIES FROM OUR WARD HAD BEEN BENEFITTED WITH THIS PROJECT.

NSAP:-

3. THROUGH NATIONAL SOCIAL ASSISTANCE PROGRAMME(NSAP) 14 (FORTEEN) FAMILIES HAD BEEN BENEFITTED WITH Rs.40000/-(FORTY THOUSAND) AS HEAD OF THE FAMILY OF THEM HAD DIED OF A FATAL DISEASE .